মানুষ হ'

কথা ও সুরঃ গুরু সদাই দত্ত

মানুষ হ' মানুষ হ'
আবার তোরা মানুষ হ'।
অনুকরণ খোলস ভেদী
কায়মনে বাঙ্গালী হ'।।

শিখেনে দেশ-বিদেশের গান
তবু হারাসনে মা'র দান
বাংলা ভাবে পূর্ণ হয়ে
সুধন্য বাঙ্গালী হ'।

করে বাংলাজাত প্রাণ
খেটে বাংলা সেবায় দান।
বাংলা ভাষায় বুলি বলে,
বাংলা ধাঁচে নেচে খেলে
সুধন্য বাঙ্গালী হ'।
বিশ্ব মানব হবি যদি
শাশ্বত বাঙ্গালী হ'।।