আয়রে ও আয়রে (Aay re O Aay re)

কথা ও সুর: সলীল চৌধুরী

আয়রে ও আয়রে,
ও ভাই রে, ও ভাই রে,
ভাই বন্ধু, চল্‌ যাই রে,
ও রাম-রহিমের বাছা‌,
ও বাঁচা আপন বাঁচা
চল্‌ ধান কাটি আর কাকে ডরি,
নিজ খামার নিজে ভরি,
কাস্তেটা শানাই রে।।

এই মাটিতে কলিজার আশা,
স্বপ্নের বীজ বুনি,
আর চোখেরই জল সেচ দিয়ে
ফসলের কাল গুনি
ক্ষেতের আলে আলে
আজ সোনারই ঢেউ খেলে
আহা মাটি মাতা
দুই হাতে অন্ন ঢালে
এই ঘরে ঘরে নবান্নেরই হবে কি রোশনাই।।

আহা কার ঘরে জ্বলেনি দীপ
কে আছ আঁধারে,
আহা কার বাছার জোটেনি দুধ
আছ অনাহারে,
আয় আয় মাটির টানে
কন্ঠ ভরি গানে
মাটি মোদের মাতা
আমরাই তো বিধাতা
এই মাটিতে নবজীবনের, রংমহল বানাই রে।।

No comments: