পথে এবার নামো সাথী (Pathey Ebar Naamo Sathi)

কথা ও সুর: সলীল চৌধুরী

পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা
জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা,
হবে চেনা, হবে জানা।।

অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে,
এসো এবার দ্বিধার বাধা পার হয়ে
তোমার আমার সবার স্বপন
মিলাই প্রাণের মোহনায়
কিসের মানা।।

তখন এ গান তোলে তুফান
নবীন প্রানের প্লাবণ আনে দিকে দিকে
কিসের বাধা, বিপদ বরণ মরণ হরণ,
চরন ফেলে সে যায় হেকে।

তখন তো আর শোষণ বাঁধণমানব না
সবার এ দেশ সবার ছাড়া তো জানব না
পরোয়া নেই আকাশ বাতাস
হবে আশার পরোয়ানা।।

2 comments:

Unknown said...

স্বরলিপি পেলে ভালো হয়

Unknown said...

Saralipi ta pele upokrito hoi