শোন একটি মুজিবরের থেকে (Shono Ekti Mujibor er Theke)

কথা: গৌরী প্রসন্ন মজুমদার
সুর: অংশুমান রায়

শোন একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণী
বাংলাদেশ, আমার বাংলাদেশ।।

এই সবুজের বুকে চেরা মেঠো পথে
আবার যে যাব ফিরে, আমার
হারানো বাংলাকে আবার তো ফিরে পাব
শিল্পে-কাব্যে কোথায় আছে
হায়রে এমন সোনার খনি।।

বিশ্ব কবির ‘সোনার বাংলা’,
নজরুলের ‘বাংলাদেশ’,
জীবনানন্দের ‘রূপসী বাংলা’
রূপের যে তার নেই কো শেষ, বাংলাদেশ।

জয় বাংলা বলতে মন রে আমার
এখনও কেন ভাবো আবার
হারানো বাংলাকে আবার তো ফিরে পাব
অন্ধকারে পূর্বাকাশে-, উঠবে আবার দিনমণি।।

5 comments:

Meherab Hossen said...

খুবই সুন্দর একটি গান এবং কবিতা।

Istiak said...

নাইচ

Unknown said...

খুব সুন্দর কবিতা

Unknown said...

Nice kobita

Unknown said...

সুন্দর কবিতা