অন্তরতর অন্তরতম তিনি যে

শ্রী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
 
অন্তরতর অন্তরতম তিনি যে
ভুলোনা রে তায়
থাকিলে তার সঙ্গে
পাপ তাপ দূরে যায়।।
 
হৃদয়ের প্রিয় ধন,
তাঁর সমান কে?
সেই সখা বিনা
সুখ শান্তি দিবে কে তোমায় ?।
 
ধন জন জীবন
সব তাঁর করুণা
তার করুণা
মুখে বলা নাহি যায়।
 
এত যার করুণা
তাঁরে কি ভুলিবে?
তাঁরে ছাড়িয়ে
ভব সাগরে ত্রাণ কোথায়?।