ঐ ডাকে 'অ' (Oi Dakey 'Au')

পিন্টু ভট্টাচার্য্য

অলস হইওনা ভাই ঐ ডাকে 'অ'
অধীর হইওনা ভাই ঐ ডাকে 'অ'
অনেক চেনার আছে,
অনেক জানার আছে,
অনেক বোঝার আছে
হাঁকে স্বরে 'অ'।

স্বরে 'অ' আছে আরও আছে স্বরে 'আ'
আঁধার ঘরে আশার আলো ভাই
হ্রস্ব 'ই' 'দীর্ঘ ঈ' আয় শিখে যা
ইশ্‌কুলেতে পথের দিশা পাই।

ভাইরে, ইরি ফলাই, না পাই খাইতে
ঈষাণ কোণে মেঘ জমে কেন
ঈগল কেন কাড়ে ভাইরে মুরগীর ছাকে ক'
হাঁকে স্বরে 'অ', স্বরে 'অ'।

উপাস কেন থাকতে হয়, উদাম কেন গা
ঊষাকালে সুরয কেন উঠে
ঊষাকালে পূর্বাকাশে সুরয কেন ওঠে
হ্রস্ব 'উ' দীর্ঘ 'ঊ' আয় শিখে যা
হ্রস্ব 'উ' দীর্ঘ 'ঊ' 'এ' 'ঐ' 'ও' 'ঔ' আয় শিখে যা
লেখাপড়া করলে চক্ষু ফোটে।

ভাই রে এই ঘর দু:খ ঐ ঘর সুখ
ঔষধ পথ্য জোটেনা তার কারণটা কী ক'
হাঁকে স্বরে 'অ', স্বরে 'অ'।

No comments: