এগিয়ে চল

কথা: মোঃ ওয়াহিদুল হুদা
সুর: রকিবুল হাসান

প্রাচীন প্রথা গুঁড়িয়ে দিয়ে
এগিয়ে চল।
শতবর্ষের জঞ্জাল পায়ে
দলিয়ে চল- এগিয়ে চল।।

পথ হোক যত বন্ধূর সুকঠিন
সম্মুখে ছাওয়া আঁধার অন্তহীন
মনের চোখের আলোয় আঁধার
কাটিয়ে চল - এগিয়ে চল।।

মিথ্যে সংস্কারের প্রাচীর পাহাড় অটল
আসমান সম বিস্তৃতি ভূমে শেকড় অতল
সমূল উৎপাটনের মন্ত্র
আউড়ে চল- এগিয়ে চল।।

No comments: