এসো মুক্ত করো

রবীন্দ্রনাথ ঠাকুর

এসো মুক্ত করো মুক্ত করো,
অন্ধকারের এই দ্বার,
এসো শিল্পী, এসো বিশ্বকর্মা,
এসো স্রষ্টা, রস রূপ মন্ত্র দ্রষ্টা,
ছিন্ন করো, ছিন্ন করো,
বন্ধনের এ অন্ধকার,
দিকে দিকে ভেঙ্গেছে যে শৃংখল,
দুগর্ত দলিতেরা পায় বল
এ শুভলগনে আজ
তোমার স্মরণ করি রূপকার,
এসো মুক্ত কর হে এই দ্বার,
উঠেছে যে জীবনের লক্ষ্মী,
মৃত্যু সাগর মন্থনে,
নূতন পৃথিবী চায় শিল্পীর বরাভয়,
নব সৃষ্টির শুভক্ষণে,
এসো শ্রমিকের সাম্য ও ঐক্যে,
এসো জনতার মুখরিত সখ্যে,
এসো দু:খ তিমির ভেদি দুর্গম ধ্বংসে,
মৃত্যু আঘাত করি চূর্ণ,
এসো প্রাণের আধার করি পূর্ণ।

5 comments:

প্রিয়দর্শী চক্রবর্তী said...

This particular song had been written and composed by Jyotirindra Maitra, not by Rabindranath Tagore...

Unknown said...

Before putting up a Post, some elementary background check on the subject is essential.
Mr. Chakraborty is right. This is not a Tagore Song. Does not sound like one either.
Jyotirindra Moitra is the one who has authored this song.

Unknown said...

এটা রবীন্দ্রসংগীত নয়।জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র এর গীতিকার।

Partha Bandyopadhyay said...

You should correct the error and put the name of JYOTIRINDRA MOITRA as the lyricist and composer of this song. Partha Bandyopadhyay

Unknown said...

bALAR PAREO KENO CORRECT KARA HAYNI AMI TO SETAI BUJHTE PARCHI NA