সোনালী আলোর রেখা

কথা: মোঃ ওয়াহিদুল হুদা
সুর: রকিবুল হাসান

সোনালী আলোর রেখা,
দিগন্তে উঁকি দেয়
আঁধারের কালিমা,
মুছে বুঝি যায় যায়।
নাও খুলে, পাল তুলে, চল যাই দুরে ...
(চল যাই চলে যাই,
তমশাকে পিছে ফেলে,
সব গ্লানি মুছে ফেলে)
নতুন আলোয় দেশ ভরবার এ সময়।।


ছিল যত বঞ্চনা, কপট প্রবঞ্চনা
ঈষাণ কোণের মেঘে বজ্রের আনাগোনা
রুদ্র প্রতাপে আজ হল সব অবসান
নির্ভীক মাল্লা ঐক্যের গান গায়।।

অমাবশ্যার ঘোর নিকষ আঁধার রাত
এস আজ মিলে মিশে হাতে রাখি হাত
দৃপ্ত পদক্ষেপে চলবই এগিয়ে
মনে এই বিশ্বাস সত্যের হবে জয়।।

No comments: