আর দূর নেই দিগন্তের (Aar Dur Nei Diganter)

কথা ও সুর: সলীল চৌধুরী

আর দূর নেই দিগন্তের বেশী দূর নেই
সব ক্লান্তির অন্ত এবার
এই রাত্রির সীমান্তের যারা যাত্রী,
সংক্রান্তির লগ্ন এবার।।

ধরো তুলে ধরো যুগান্তের জড় যত সাধনা,
পরো মাথে পরো রক্ত তিলক
পরো যত বেদনা।
ঢেউয়ে ঢেউয়ে দুলে, সে কী মাতন তোলে,
জন কল্লোলে আসে বন্যা।।

যত আছে ক্ষত শতাব্দীর শত জমা অপমান,
এসো আজ তবে ভাঙ্গতে ভাঙ্গতে
হবে যত অসমান।
এসো সৎ ভাবে ও বুকে বুকে পাবে
দধিচির উক্তির সন্ধান। ।

1 comment:

কত কথা কত সুর said...

আপনি তো মশাই বাণীর বারোটা বাজিয়েছেন।
শুদ্ধ বাণী:

কথা ও সুর: সলিল চৌধুরী
শিল্পী: হেমন্ত কুমার মুখোপাধ্যায়
প্রকাশ কাল: ১৯৮১
S/45 NLP 2044
আর দূর নেই দিগন্তের বেশি দূর নেই,
সব ক্লান্তির অন্ত এবার
এই রাত্রির সীমান্তের যারা যাত্রী
সংক্রান্তির লগ্ন এবার।।

ধরো তুলে ধরো যুগান্তের জড়ো
যত সাধনা
পরো মাথে পরো রক্ততিলক করো
যত বেদনা
ঢেউয়ে ঢেউয়ে দুলে, সে কী মাতন তোলে
জন-কল্লোলে আসে বন্যা
ঢেউয়ে ঢেউয়ে দুলে, সে কী মাতন তোলে
জনকল্লোলে আসে বন্যা।।

যত আছে ক্ষত শতাব্দীর শত
জমা অপমান
এসো আজ তবে ভাঙতে ভাঙতে হবে
যত অসমান
এসো সদ্ভাবে, তো বুকে বুকে পাবে
দধীচির অস্থির সন্ধান।।