বাংলার ছাত্র জনতা (Banglar Chatra Janata)

কথা: নাজিম মাহ্‌মুদ
সুর: সাধন সরকার

বাংলার ছাত্র জনতা
এক মিছিলে দাঁড়া
নতুন দিনের ডাক এসেছে
এক সাথে দে সাড়া।।

ঐ কারখানাতে কলে, ঐ পথে মাঠে জলে
(সবাই) খেটে মরে, না পায় খেতে
না পায় থাকার ঘর
তাই ঋন মুক্তির ঝান্ডা উঁচায়ে ধর।।

ঐ বিশ্ববিদ্যালয়ে সবাই মরে ভয়ে
(সেথায়) না হয় পড়া, জীবন গড়া
শুধু্‌ই গুলির ডর
তাই সন্ত্রাসের মুন্ডু নিপাত কর।।

No comments: