অবাক পৃথিবী (Awbak Prithibee)

কথা: সুকান্ত ভট্টাচার্য্য
সুর: সলীল চৌধুরী

অবাক পৃথিবী! অবাক করলে তুমি
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি।
অবাক পৃথিবী! আমরা যে পরাধীন
অবাক, কী দ্রুত জমে ক্রোধ দিন দিন;
অবাক পৃথিবী! অবাক করলে আরো---
দেখি এই দেশে অন্ন নেইকো কারো।
অবাক পৃথিবী! অবাক যে বারবার
দেখি এই দেশে মৃত্যুরই কারবার।
হিসাবের খাতা যখনি নিয়েছি হাতে
দেখেছি লিখিত--- `রক্ত খরচ' তাতে;
এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম,
অবাক পৃথিবী! সেলাম, তোমাকে সেলাম!

3 comments:

Jayarshi (Dibya) said...
This comment has been removed by the author.
Jayarshi (Dibya) said...

এটা সম্পূর্ণ নয়। পরের অংশটুকুও অনুভব কবিতারই অংশ। সলিল চৌধুরী সুর পরিবর্তন করে গানে ব্যবহার করেছেন।
বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে,
আমি যাই তারই দিনপঞ্জিকা লিখে,
এত বিদ্রোহ কখনো দেখে নি কেউ,
দিকে দিকে ওঠে অবাধতার ঢেউ,
স্বপ্নচূড়ার থেকে নেমে এসো সব
শুনেছো? শুনেছো উদ্দাম কলরব?
নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট,
রক্তে রক্তে আঁকা প্রচ্ছদপট।
প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত,
দেখো আজ তারা সবেগে সমুদ্যত।
তাদেরই দলের পেছনে আমিও আছি,
তাদেরই মধ্যে তাই তো মরি বাঁচি।
তাই তো চলেছি দিনপঞ্জিকা লিখে
বিদ্রোহ আজ বিপ্লব চারিদিকে।

Cyber Dot Net said...

আমার স্যার বাবু য্যোগেষ বিশ্বাস, ছোটবেলায় আমাদের বাংলা হাতের লেখা সুন্দর করার জন্য এই কবিতাটি সবার খাতার প্রথম পাতায় লিখে দিতেন,স্যার কে আজ বড্ড মনে পড়ে😢😢😢😢