ছেলে ঘুমালো পাড়া জুড়ালো (Chele Ghumalo, Para Juralo)

ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো
বর্গী এল দেশে
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দেব কিসে।।

ধান ফুরল, পান ফুরল
খাজনার উপায় কি?
আর ক’টা দিন সবুর কর
রসুন বুনেছি।।

ছেলে ঘুমিও না, পাড়া জুড়াবেনা
বর্গী আছে দেশে
ধানের গোলা শেষ হয়ে যাবে
খড় কুড়াবে শেষে
ওরা আজও ফন্দি আঁটে
সূর্য নেবে লুটেপুটে
আমরা সবাই ঘুমিয়ে গেলে
সূর্য নাববে কি সে।।

3 comments:

Md. Saiful Islam Hirock said...

who is the writer?

Anonymous said...

লেখকের নাম কি কেউ মনে রাখে নি!

Unknown said...

Rajdeep Nath