জাগো সর্বহারা (Jaago Sarbahara)

কথা:
সুর:
(সূত্র: রাশিয়া’র জাতীয় সঙ্গীত)

জাগো জাগো জাগো সর্বহারা
অনশন বন্দী ক্রিতদাস
শ্রমিক দিয়াছে আজি সাড়া
উঠিয়াছে মুক্তির আশ্বাস।।

সনাতন জীর্ণ কু-আচার
চূর্ণ করি জাগো জনগণ
ঘুচাও এ দৈন্য হাহাকার
জীবন-মরণ করি পণ।।

শেষ যুদ্ধ শুরু আজ কমরেড
এসো মোরা মিলি একসাথ
গাও ইন্টারন্যাশনাল
মিলাবে মানবজাত।।

3 comments:

Soumya said...

Just Lal Salami

Raihan Sharif said...

কথাঃ হেমাঙ্গ বিশ্বাস
http://en.wikipedia.org/wiki/Hemanga_Biswas

সুরঃ Pierre De Geyter
http://en.wikipedia.org/wiki/Internationale

ARHON JANA said...

হেমাঙ্গ বিশ্বাসের অনুবাদ নয়৷ মোহিত ব্যানার্জি অনুবাদ করেন৷ সুরারোপ করেন হেমাঙ্গ বাবু৷