সেদিন আর কতদুরে (Sedin Aar Koto Durey)

কথা ও সুর: সলীল চৌধুরী

সেদিন আর কতদুরে,
যখন প্রাণের সৌরভে
সবার গৌরবে ভরে
রবে এ দেশ ধন ধান্যে
শিক্ষায় জ্ঞানে-মান্যে
আনন্দের গানে গানে সুরে।।

(গামা পাধাপা, পা, সা, পা, ধা,
গামাপাধাপা, পা.......নি...........
নির্সার্রের্গার্রে. র্রে.........র্সানিধানি
পাধানির্সা র্সা..র্সা......নিধা.....)

কত না দিন কত রঙীন
কত না যে স্বপন করে বপন
ফিরে চলে গেছে কত না জন,হায়
সেই স্বপন ফুলে ফলে দাও ভরে।।

(পা. পা. পা. পাধাপা. পার্সাপা.
পা. ধা. নি. র্সা. নি. র্রে........
ধা. ধা. ধা. ধানিধা. ধার্রেধা.
ধা. নি. র্সা. র্গা. র্রে. র্সা.....)

এ দেশ আমার, এ দেশ তোমার
বুকের ধন, করো যতন
যেন না কেউ কাড়ে সেই রতন, হায়
বিভেদ বিচ্ছেদ শেষ দাও করে।।

No comments: