যুদ্ধের শেষ নাই (Zudhdher Shesh Nai)

কথা: এস, এম, আবু বকর
সুর: রবিউল হুসেইন

যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, ডাক দিয়ে যায়
জীবন যুদ্ধ নতুন যুদ্ধ, যুদ্ধের শেষ নাই।।

বড়তে ছোটতে যুদ্ধ, নতুনে পুরাতনে যুদ্ধ
মানুষে অমানুষে যুদ্ধ, সময়ে অসময়ে যুদ্ধ
তুমি চাও বা না চাও যুদ্ধ থেমে নাই।।

হয় আমি মরব না হয় তুমি মরবে
কেউ তো বেঁচে রবে, তারা সবাই লড়বে
তোমার আমার মৃত্যু হলেও মানুষের মৃত্যু নাই
যুদ্ধের শেষ নাই।।

No comments: