মুক্তির মন্দির সোপানতলে (Muktir Mondir Sopan Toley)

কথা: কৃষ্ণ চন্দ্র দে
সুর: সমর দাস

মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হল বলিদান,
লেখা আছে অশ্রুজলে ।।

কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা,
বন্দীশালার ওই শিকল ভাঙ্গা
তাঁরা কি ফিরিবে আজ সু-প্রভাতে,
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।।

যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানেন
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভুমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।

যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,
মৌন মলিন মুখে জোগালো ভাষা
আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে।

1 comment:

Unknown said...

ভুল সবই ভুল
এই গানের তথ্যে গীতিকার ও সুরকার নাম আপনি ভুল বলেছেন

মুক্তির মন্দির সোপান তলে
কথাঃ মহিনী চৌধুরী
সুরঃ কৃষ্ণ চন্দ্র দে
শিল্পী -কৃষ্ণ চন্দ্র দে ও পরবর্তীতে অনুপ জালোটা,সাদী মুহাম্মদ সহ অনেকেই