তূর্য নিনাদ (Turja Ninaad)

কথা: নাজিম মাহ্‌মুদ
সুর: সাধন সরকার

তূর্য নিনাদ বাজাও গর্বে
হে বীর হে সৈনিক
গর্জে উঠুক তোমার কন্ঠে
দৃপ্ত প্রাণের মন্ত্র হে নির্ভীক।।

অন্তবিহীন অন্ধকার শেষে
নতুন সূর্য আলোর উন্মেষে
ভাঙ্গো শৃঙ্খল মোহ বন্ধন
শাসন শোষণ যন্ত্র বৈদেশিক।।

উৎপীড়িত নির্যাতিত অনন্য দেশ
দুঃখ অশ্রু গ্লানির তোমার নাইকো শেষ।

স্বৈরাচারীর শক্তি বাণ কেড়ে
অবসাদ ভয় ক্লান্তি ঘুম ঝেড়ে
মহাজনতার অগ্রপথিক
জাগাও ধরণী কাঁপাও দিগ্বিদিক।।

1 comment:

Ananda said...

"উত্‌পীড়িত" আর "নির্ভীক" -- হবে