পল রবসন (Paul Robeson)

মূল কবিতা: নাজিম হিকমত (তুর্কী)
সুর ও কন্ঠ: অজিত পান্ডে

ওরা ভয় পেয়েছে রবসন
ভয় রাত্রি প্রভাত হবার
ভয় রূপের, ভয় শব্দের, ভয় স্পর্শের।

ওরা আমাদের গান গাইতে দেয়না পল রবসন
তীব্র নিখাদে গাওয়া নিগ্রো ভাই আমার
আমরা আমাদের গান গাই ওরা চায়না
ভালবাসায় ওদের আতঙ্ক
বীজ আর মাটিতে আতঙ্ক
আতঙ্ক স্রোতের জলে।

আর কোন বন্ধুর হাতের স্মৃতি
যা চায়না কোন সুদ, কোন দস্তুরে।
যে হাত তাদের মনিবন্ধে দু’দন্ড
পাখির মত কোনদিন বসেনি।
আমাদের গান ওদের আতঙ্ক।।

No comments: