আমাদের নানা মত নানা দল (Amader Nana Mot Nana Dol)

কথা: নাজিম মাহ্‌মুদ
সুর: সাধন সরকার

আমাদের নানা মত নানা দল
আমাদের নানা পথ নানা ছল
মহাপাপ অন্যায় স্বার্থের বন্যায়
আমাদের দেশ গেল রসাতল।।

আমাদের এ দেশের ইতিহাস
নিয়তির নিষ্ঠুর পরিহাস
জান- মান দি’ কবুল
তবু শুধু দিক ভুল
অমৃতের পেয়ালায় হলাহল।।

আমাদের স্বাধীনতা সংগ্রাম
শহীদের মৃত্যু সে উদ্দাম
বিক্ষত জীবনের বিস্ময়
আজ বুঝি তার কোন নাই দাম।

সত্যের নাই কোন অধিকার
অবিচারে নাই কোন প্রতিকার
এ কি ঘোর অভিশাপ
নাই কোন পরিতাপ
মুক্তির এই নাকি ফলাফল।।

2 comments:

jasim taluqdar said...

ঐ ডাকে অ গানটির রচনা
ও সুর পিন্টু ভট্টাচার্যের নয় গানটির সুর এবং রচনা শিল্পী
অধ্যাপক মতলুব আলি করেছেন, তিনি চিত্র শিল্পী এবং বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী, মহান মুক্তিযুদ্ধ পূর্ব এবং পরবর্তীতে সকল সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
তাঁর আরেকটি অনবদ্য রচনা এবং সুর হলো 'লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়'১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এই গান তিনি রচনাকরে।

তথ্য সংশোধন করে দিলে খুশী হবো।
ধন্যবাদ

jasim taluqdar said...

ঐ ডাকে অ গানটির রচনা
ও সুর পিন্টু ভট্টাচার্যের নয় গানটির সুর এবং রচনা শিল্পী
অধ্যাপক মতলুব আলি করেছেন, তিনি চিত্র শিল্পী এবং বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী, মহান মুক্তিযুদ্ধ পূর্ব এবং পরবর্তীতে সকল সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
তাঁর আরেকটি অনবদ্য রচনা এবং সুর হলো 'লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়'১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এই গান তিনি রচনাকরে।
তথ্য সংশোধন করে দিলে খুশী হবো।
ধন্যবাদ