নোঙ্গর তোল তোল (Nongor Tolo Tolo)

কথাঃ নইম গহর
সুরঃ সমর দাস

নোঙ্গর তোল তোল
সময় যে হল হল
নোঙ্গর তোল তোল।।

(হেইয়া রে, হেইয়া হো,
ও মাঝি ভাই, মাঝি ভাই)

হাওয়ার বুকে নৌকা এবার জোয়ারে ভাসিয়ে দাও,
শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও,
সমুখে এবার দৃষ্টি তোমার
পেছনের কথা ভোল।।

দূর দিগন্তে সূর্য রথে দৃষ্টি রেখেছ স্থির,
সবুজ আশার স্বপ্নেরা আজ, নয়নে করেছে ভিড়,
হৃদয়ে তোমার মুক্তির আলো,
আলোর দুয়ার খোল।।

No comments: